Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra আগামী ২রা মার্চ বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। শাওমির ভারতীয় শাখাও লঞ্চের সেই পোস্টার শেয়ার করে জানিয়েছে যে একই দিনে ফোনগুলি এ দেশের বাজারের জন্য উন্মোচিত হবে। তবে একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, গ্লোবাল লঞ্চ ইভেন্টের ক’দিন পরে ভারতে Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra-এর দাম প্রকাশ করা হবে।
Xiaomi 15 সিরিজ যে মার্চের ২ তারিখে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তা সম্পূর্ণ নিশ্চিত। তবে টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন যে, ভারতে ১৮ মার্চ Xiaomi 15 ও Xiaomi 15 Ultra ফোন দুটির দাম প্রকাশ হবে। টিপস্টারে আরও বলেছেন, শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপের বিক্রি ২১শে মার্চ থেকে শুরু করবে।
Xiaomi 15 সিরিজ সম্পর্কে কী তথ্য জানা গিয়েছে
শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে, যেখানে আল্ট্রা মডেলটি এখনও প্রকাশ হয়নি। প্রো ভার্সন অবশ্য চীনের বাইরে আসবে না। আসন্ন ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। বেস মডেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। আল্ট্রা ভার্সনে ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ৫০ মেগাপিক্সেল ৩x টেলিফটো ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে।
শাওমি ১৫ ফোনটি ৫,৪০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে, যার সাথে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। শাওমি ১৫ আল্ট্রা-তে আরও পাওয়ারফুল ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। শাওমি ১৫ ভারতে ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। তবে আল্ট্রা মডেলটির দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা।