শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 15 Ultra ফেব্রুয়ারিতেই লঞ্চ হতে চলেছে। কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েইবিং স্বয়ং এই বিষয়ে নিশ্চিত করেছেন। এটি পূর্বসূরী Xiaomi 14 Ultra-র মতোই বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC 2025) গ্লোবাল মার্কেটের জন্য আত্মপ্রকাশ করতে পারে, যা ৩ মার্চ থেকে শুরু হচ্ছে। BIS সার্টিফায়েড হওয়ার কারণে ভারতেও পা রাখবে বলে আশা করা যায়। অফিসিয়াল লঞ্চের আগে, এখন Xiaomi 15 Ultra গ্লোবাল মডেলের মেমরি এবং কালার অপশন ফাঁস হয়েছে।
Xiaomi 15 Ultra কালার ও মেমরি অপশন
৯১মোবাইলসের সঙ্গে যৌথ উদ্যোগে টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছে, শাওমি ১৫ আল্ট্রা কমপক্ষে ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। উল্লেখ্য, পূর্বসূরী শাওমি ১৪ আল্ট্রা একই মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল। এছাড়া, ফোনটি কালো সাদা এবং সিলভার রঙের বিকল্পে মিলবে। তুলনাস্বরূপ, ১৪ আল্ট্রা ভিগান লেদার ব্যাক প্যানেল সহ কালো এবং সাদা রঙে এসেছিল।
ডিজাইন
উল্লেখ্য, শাওমি ১৫ আল্ট্রা-র হ্যান্ডস-অন ইমেজ সম্প্রতি ফাঁস হয়েছে। সামগ্রিক ডিজাইনে খুব বেশি পরিবর্তন না হলেও, বিশাল গোল ক্যামেরা মডিউলের ভিতরে ক্যামেরা সেন্সরগুলির অবস্থান বদলেছে। ক্যামেরা সেটআপের মধ্যে লাইকা ব্র্যান্ডিংও রয়েছে। দুর্দান্ত লুক দিতে মডিউলটির চারপাশের ফ্রেমে লাল রঙ যুক্ত করা হয়েছে।
স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Xiaomi 15 Ultra মডেলে Snapdragon 8 Elite প্রসেসর, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ১ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ফোনটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি ও ই-সিম সাপোর্ট মিলবে বলেও শোনা যাচ্ছে।