মোবাইল

iPhone কিনতে হুড়োহুড়ি ভারতীয়দের, Xiaomi, Samsung এর ফোনের চাহিদা কেমন? রিপোর্ট প্রকাশ্যে

Published on:

xiaomi number one indian smartphone brand apple led premium market 2024

মার্কেট রিসার্চার সংস্থা সিএমআর সম্প্রতি ভারতীয় স্মার্টফোন মার্কেটের হাল হকিকত প্রকাশ করেছে। জানা গেছে বাজারে আইফোনের চাহিদা সবচেয়ে বেশি বেড়েছে। প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অ্যাপল পিছনে ফেলেছে স্যামসাংকে। এছাড়া আইফোনের ব্যাপক চাহিদার কারণে, Apple প্রথমবার ভারতের সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডগুলির লিস্টে ঢুকে পড়েছে।

ভারতে বিক্রি বাড়লো আইফোনের

সিএমআর বা সাইবার মিডিয়া রিসার্চের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়াম স্মার্টফোন বিভাগে অ্যাপলের মার্কেট শেয়ার অন্যান্য ব্র্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল স্যামসাং। তবে চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে অর্থাৎ ২০২৪ সালের শেষ তিন মাসে অ্যাপলের মার্কেট শেয়ার ৭২ শতাংশে পৌঁছেছে। আইফোন ১৬ সিরিজ লঞ্চ এবং উৎসবের মরসুমে সস্তা আইফোন মডেলের বিক্রয় অ্যাপলকে বাজার ধরতে সাহায্য করেছে

WhatsApp Community Join Now

কমছে 2G ফোনের চাহিদা

গত কোয়ার্টারে ভারতীয় ক্রেতারা সবচেয়ে বেশি 5G স্মার্টফোন কিনেছেন। আর 2G ফোনের বিক্রি কমেছে ২২ শতাংশ পর্যন্ত। সমগ্র ৫জি স্মার্টফোনের মার্কেট শেয়ারের কথা বলতে গেলে, Vivo ১৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে সবার উপরে আছে।

Xiaomi-র দুর্দান্ত কামব্যাক

রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে সামগ্রিক স্মার্টফোন মার্কেট শেয়ারের কথা বললে, Xiaomi অসাধারণ কামব্যাক করেছে। চীনা কোম্পানিটির মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশ। তাদের পরেই ১৬.৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্যামসাং। এদিকে ১৬.৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিভো।

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে ২০২৪ সালে আধিপত্য বিস্তার করেছে অ্যাপল, স্যামসাং ও ভিভো। এছাড়া ওয়ানপ্লাস ও অপ্পোর মতো ব্র্যান্ডও রয়েছে এই তালিকায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন