প্রযুক্তি

Paytm Receive Money QR: অ্যাপ না খুলেই পেমেন্ট নেওয়া যাবে, পেটিএম আনল চমৎকার ফিচার

Published on:

Paytm Launches receive money qr Widget for Android home screen

জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম Paytm অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘রিসিভ মানি কিউআর উইজেট’ (Receive Money QR Widget) নামে একটি নতুন উইজেট লঞ্চ করেছে। এর সবচেয়ে বড় সুবিধা হল ব্যবহারকারীদের পেমেন্ট নেওয়ার জন্য আর বারবার অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না। কারণ কিউআর কোড হোম-স্ক্রিনেই দেখা যাবে। এই ফিচারটি ইতিমধ্যেই আইফোন ব্যবহারকারীদের জন্য উপস্থিত।

নতুন এই উইজেটের সবচেয়ে বড় সুবিধা হলো অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য Paytm ব্যবহারকারীদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না; সরাসরি কিউআর স্ক্যান করা যাবে। অ্যাপ না খুলে কোথাও ট্যাপ না করেই ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের কিউআর কোড ফোনের হোম-স্ক্রিনে দেখাতে পারবে এবং তাদের অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবে। শুধু তাই নয়, পেমেন্ট চলে এলে কয়েন-ড্রপ সাউন্ড পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

‘রিসিভ মানি কিউআর উইজেট’ ব্যবহার করবেন কীভাবে

– আপনার ফোনে পেটিএম অ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন এবং তারপরে অ্যাপটি খুলুন।

– এবার উপরের ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে এবং মেনুটি দেখা যাবে।

– এর পর কিউআর কোডের সঙ্গে দেওয়া ‘অ্যাড কিউআর টু হোমস্ক্রিন’ অপশনটি বেছে নিতে হবে।

– কনফার্মেশন দেওয়ার পর আপনার ফোনের হোম স্ক্রিনে কিউআর উইজেট ভেসে উঠবে।

– এই কিউআর কোডের সাহায্যে সহজেই পেমেন্ট নেওয়া যাবে।

আপনার ফোনের স্ক্রিনে কিউআর কোড দেখা গেলে, কেবল স্ক্যান করে পেমেন্ট নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে একটি কয়েন-ড্রপ সাউন্ড সহ নোটিফিকেশনও পাওয়া যাবে। এইভাবে অ্যাপ ওপেন না করে শুধু পেমেন্টই পাবেন না বরং নিশ্চিতও হতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন