টেলিকম

কলকাতা বইমেলায় নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বড় পদক্ষেপ এয়ারটেলের

Published on:

Airtel installs 5 new sites for improve network in Kolkata book fair

এয়ারটেল ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাদের নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ২৮ জানুয়ারি থেকে কলকাতার সল্টলেক সিটির বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। সোমবার কোম্পানি জানিয়েছে, বিপুল সংখ্যক দর্শকের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার জন্য অনুষ্ঠানস্থলের মধ্যে পাঁচটি বিশেষ সাইট স্থাপন কড়া হয়েছে।

এয়ারটেলের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সিইও জানান, “কলকাতা বইমেলা বইপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সমাবেশগুলির মধ্যে একটি। এবং আমরা প্রতি বছর একটি ব্যতিক্রমী নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে তাদের অংশীদার হতে পেরে গর্বিত। এয়ারটেল, শহরে উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদানে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে এবং আমরা সাহিত্য, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের সারমর্মকে উন্নত করে এমন সংযোগ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

WhatsApp Community Join Now

এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম বার্ষিক সাহিত্য সমাবেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে কলকাতা বইমেলা। ১৩ দিনের এই মেলায় লক্ষ লক্ষ বইপ্রেমী আসবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, কলকাতা বইমেলা ছাড়াও উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলতে থাকা মহাকুম্ভ মেলা ২০২৫-এর জন্য এয়ারটেল বিশেষ নেটওয়ার্ক অবকাঠামোও স্থাপন করেছে।

বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়াই লক্ষ্য বলে দাবি করেছে কোম্পানি। এই মুহূর্তে ৪জি এর পাশাপাশি, ৫জি এবং উন্নত মানের ব্রডব্যান্ড পরিষেবাও দেওয়া শুরু করেছে এয়ারটেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন