অনেকদিনের দাবি অবশেষে শুনল টেলিকম কোম্পানি Airtel। ইন্টারনেট ছাড়া দুটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। যেখানে শুধু ভয়েস কলিং ও SMS এর সুবিধা অন্তর্ভুক্ত। এই রিচার্জ প্ল্যান মূলত ২জি ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে আনা হয়েছে। তবে এই রিচার্জে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ, এমনটা মনে করছে কোম্পানি।
এই মুহূর্তে এয়ারটেল এবং বিএসএনএল শুধু ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান এনেছে বাজারে। যদিও সবার প্রথম এনেছিল বিএসএনএল। জিও এর পক্ষ থেকেও একই রিচার্জ প্ল্যান আনার কথা শোনা যাচ্ছে। মূলত, গত ডিসেম্বরে ট্রাই-এর তরফে এই মর্মে স্পষ্ট বার্তা জারি করা হয়েছিল যে, ডেটা ছাড়া ভয়েস কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ আনতে হবে। এয়ারটেলের এই দুটি রিচার্জ প্ল্যানের দাম যথাক্রমে : ৫০৯ টাকা ও ১,৯৯৯ টাকা।
Airtel এর ৫০৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। যার মধ্যে ব্যবহারকারীরা সারা দেশে যেকোনো নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং উপভোগ করতে পারবেন। বিনামূল্যে জাতীয় রোমিং এবং ৯০০টি SMS এর সুবিধা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এয়ারটেল পূর্বে অন্তর্ভুক্ত ৬ জিবি ডেটা সরিয়ে এই প্ল্যানটি আপডেট করেছে।
Airtel এর ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের ১,৯৯৯ টাকার প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। পুরো এক বছর ধরে যেকোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে, মিলবে বিনামূল্যে জাতীয় রোমিংও। এবং ৩,৬০০টি বিনামূল্যে SMS এর সুবিধা অন্তর্ভুক্ত। ৫০৯ টাকার প্ল্যানের মতো, এই প্ল্যানেও আগের ২৪ জিবি ডেটা বরাদ্দ বাতিল করা হয়েছে।