টেলিকম

Jio, Airtel, Vi – তিন কোম্পানিকেই টক্কর দিল BSNL, এই রিচার্জ প্ল্যানের কাছে পরাস্ত সবাই

Published on:

Bsnl launches voice only plan before jio airtel vi rs 439 unlimited call sms

একে একে টেলিকম সংস্থাগুলি SMS ও ভয়েস কলিং যুক্ত রিচার্জ প্ল্যান আনতে শুরু করেছে। এই প্ল্যানে মিলবে না ডেটা। জিও, এয়ারটেল ও ভিআই তিন কোম্পানি নিজস্ব প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। যদিও BSNL সবার প্রথম এই ধরনের রিচার্জ প্রকাশ করেছিল। এর মধ্যে একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা তিন সংস্থার রিচার্জ প্ল্যানের থেকে বেশ সস্তা। পাওয়া যাবে ভয়েস কলিং ও SMS এর সুবিধা।

এই রিচার্জ প্ল্যানের দাম হল ৪৩৯ টাকা। এই দামে জিও ও এয়ারটেলের প্রিপেড প্ল্যান থাকলেও BSNL এর তুলনায় ভ্যালিডিটি অনেক কম।

WhatsApp Community Join Now

BSNL এর ৪৩৯ টাকার রিচার্জ

এটি ভয়েস অনলি প্ল্যান। কোনো ডেটা পাওয়া যাবে না। যেকোনো নেটওয়ার্কে যতখুশি ফোন করার জন্য রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। পাশাপাশি SMS করা যাবে নির্দিষ্ট টাকা খরচ করে। এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। এই দামে জিও ও এয়ারটেলের সঙ্গে যদি তুলনা করেন তাহলে জিও ৪৪৮ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার মেয়াদ ৮৪ দিন, অর্থাৎ পুরো তিন মাস নয়।

অন্যদিকে, এয়ারটেলের ঝুলিতে রয়েছে ৪৬৯ টাকার রিচার্জ প্ল্যান, যার মেয়াদ ৮৪ দিন। ভোডাফোন আইডিয়ার এই দামে কোনো রিচার্জ নেই। ভিআই-এর ভয়েস অনলি রিচার্জ প্ল্যানের দাম ১৪৬০ টাকা, যেখানে ২৭০ দিন মেয়াদ পাওয়া যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি, ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই , মোবাইল কোম্পানিগুলিকে কেবল ভয়েস কল এবং SMS-এর উপর ভিত্তি করে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি এমন অনেক ব্যবহারকারীদের সাহায্য করবে যাদের ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই, কিন্তু কেবল ভয়েস এবং SMS-এর জন্য কোনও বিকল্প না থাকায় ডেটা-সহ বান্ডেল প্ল্যান কিনতে হচ্ছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন