মোবাইল রিচার্জ প্ল্যান ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে, তাই দুটি সিম সচল রাখা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। তবে আজ আমরা আপনাকে এমন একটি প্রিপেড প্ল্যানের কথা বলবো, যা প্রতি মাসে ৮০ টাকারও কম খরচে সিমকে ১০ মাস সক্রিয় রাখবে। আজ্ঞে হ্যাঁ! সরকারী টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের পয়সা উসুল প্ল্যান অফার করছে। আসুন সংস্থার এই পয়সা উসুল প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
মাসিক খরচ ৮০ টাকার কম
BSNL এর এই বিশেষ প্রিপেড প্ল্যানের দাম ৭৯৭ টাকা। এই প্ল্যান সেইসব গ্রাহকদের জন্য সেরা হতে পারে যারা সরকারি টেলিকম সংস্থার নম্বরকে সেকেন্ডারি নম্বর হিসাবে ব্যবহার করছেন। এই প্ল্যানটি লম্বা ভ্যালিডিটি অফার করে। ফলে বারবার রিচার্জ করতে হয় না। আসলে ৭৯৭ টাকার এই প্ল্যানে ৩০০ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ একবার রিচার্জ করলে পুরো ১০ মাস টেনশন ফ্রি থাকা যাবে। এই প্ল্যানে প্রতি মাসের খরচ হবে প্রায় ৭৯ টাকা এবং দৈনিক খরচ হবে প্রায় ২.৬৫ টাকা।
মোট ১২০ জিবি ডেটা এবং বিনামূল্যে কলের সুবিধা আছে
বিএসএনএল এর ৭৯৭ টাকার প্ল্যানের ভ্যালিডিটি পুরো ৩০০ দিন হলেঔ আউটগোয়িং কলিং পরিষেবা প্রথম ৬০ দিনের জন্য পাওয়া যাবে। এই সময়ে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এছাড়াও, প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, অর্থাৎ মোট ১২০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে।
তবে প্রথম ৬০ দিন পর কলিং, ডেটা ও এসএমএস পরিষেবা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইনকামিং কলের পরিষেবা পুরো ৩০০ দিন পর্যন্ত পাওয়া যাবে। আপনার যদি পরে কল করার প্রয়োজন হয়, তবে আপনাকে ১০ টাকা বা ২০ টাকার টকটাইম প্যাক রিচার্জ করতে হবে।