টেলিকম

মন্দার বাজারে স্বস্তির মুখ দেখল টেলিকম সংস্থাগুলি, ১ লক্ষ কোটি টাকার AGR মকুব করল সরকার

Published on:

govt agr dues waiver will give big relief for telecom companies for rs 1 lakh crore

টেলিকম সংস্থাগুলির বকেয়া ১ লক্ষ কোটি টাকার AGR (অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ) মকুব করতে পারে কেন্দ্র। ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেলের মতো টেলিকম কোম্পানিগুলির উপর এজিআর বকেয়ার একটি বড় অংশ হল সুদ, জরিমানা এবং জরিমানার উপর সুদ। এদিন তা মকুব করার প্রস্তাব বিবেচনা করার সিদ্ধান্ত নিল সরকার।

জানা গিয়েছে, ৫০% সুদ এবং ১০০% জরিমানা এবং জরিমানার উপর সুদ মকুব করা হতে পারে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে, ভারতের টেলিকম ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং, বাজার যাতে বেসরকারি খাতে ডুওপলি না হয়, তা নিশ্চিত করবে।

WhatsApp Community Join Now

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই পদক্ষেপ চূড়ান্ত হলে, টেলিকম কোম্পানিগুলিকে ১ লক্ষ কোটিরও বেশি আর্থিক স্বস্তি দেওয়া হবে। সবথেকে বেশি লাভবান হবে ভোডাফোন আইডিয়া (Vi)। কারণ এই কোম্পানির বকেয়া সবথেকে বেশি। সরকারের কাছে হাজার হাজার কোটি টাকার AGR বকেয়া রয়েছে ভোডাফোন আইডিয়ার। যার পরিশোধ শুরু করতে হবে ২০২৬ অর্থবর্ষ থেকে।

লক্ষণীয় বিষয় হল, এই সিদ্ধান্ত নেওয়া হলে Vi-এর AGR বকেয়া ৫২,০০০ কোটিরও বেশি কমে যেতে পারে। আর্থিকভাবে স্বস্তি পাবে ভারতী এয়ারটেলও। এই কোম্পানির বকেয়া রয়েছে ৩৮,০০০ কোটি টাকা। টাটা টেলিসার্ভিসেসের বকেয়া রয়েছে ১৪,০০০ কোটি টাকা। তবে রিলায়েন্স জিও’র কোনও AGR বকেয়া নেই। তাই এই প্রস্তাব মানা হলে কোনও প্রভাব পড়বে না জিও’র উপর।

তবে এই ত্রাণ প্যাকেজের মাধ্যমে স্বস্তি পাবে বিএসএনএলও। রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এবং বেসরকারি টেলিকম অপারেটরগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক সুনিশ্চিত করতে চায় সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন