টেলিকম

২০০ টাকার কমে কল ও ডেটা, Jio, Airtel, Vi ও BSNL এর সেরা প্ল্যানগুলি আপনার কাজে আসবে

Published on:

Jio airtel Vodafone Idea bsnl recharge plan under rs 200 get call data sms

জিওর দখলে এই মুহূর্তে ৪ কোটি ৬০ লাখের বেশি গ্রাহক আছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা সংস্থাটি মাত্র ৯ বছরেই বিশ্বের বড় বড় টেলিকম কোম্পানিগুলিকে ছাড়িয়ে গেছে। এর কারণ উন্নত পরিষেবার পাশাপাশি অন্যান্য বেসরকারি সংস্থাগুলির তুলনায় সস্তা রিচার্জ প্ল্যান। তবে জিওর থেকেও কম দামে বেশি সুবিধা পাওয়া যায় BSNL এর প্ল্যানে। এই প্রতিবেদনে আমরা Jio, Airtel, BSNL ও Vi এর সস্তা অর্থাৎ ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো।

জিও-র ১৯৮ টাকার প্ল্যান

জিওর এই আনলিমিটেড প্ল্যানে ১৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে ব্যবহারকারীরা ভারতের যে কোনও নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। 5G স্মার্টফোন ব্যবহারকারীরা এখানে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।

WhatsApp Community Join Now

এয়ারটেলের ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেল এই প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি অফার করে। সংস্থার এই সস্তা প্ল্যানে গ্রাহকরা ভারত জুড়ে যে কোনও নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পান। এছাড়াও, ব্যবহারকারীরা মোট ২ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস ব্যবহার করতে পারবেন।

Vi এর ১৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের মতোই ভোডাফোন-আইডিয়ার এই সস্তা প্ল্যানেও গ্রাহকরা পুরো ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন যে কোনও নম্বরে ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকদের মোট ২ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয় হবে।

BSNL এর ১৯৯ টাকার প্রিপেড প্ল্যান

বিএসএন‌‌এল-এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ৩০ দিন অর্থাৎ পুরো মাসের ভ্যালিডিটি পাবেন। সংস্থার এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এর পাশাপাশি, গ্রাহকদের প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা এবং ১০০ টি ফ্রি এসএমএস দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন