টেলিকম

দিনে খরচ মাত্র ৫ টাকা, Jio, Airtel ও Vi এর সবচেয়ে সস্তা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

Published on:

Jio airtel Vodafone Idea cheapest 84 days recharge plan including voice only benefits

ট্রাই সমস্ত বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে কেবল ভয়েস এবং এসএমএস সুবিধার সাথে রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের পর Jio, Airtel এবং Vodafone Idea নতুন নন-ইন্টারনেট প্ল্যান লঞ্চ করেছে। আর এই প্ল্যানগুলি ৮৪ দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি সহ এসেছে। এই প্রতিবেদনে আমরা জিও, এয়ারটেল, Vi এর ৮৪ দিনের কল ও এসএমএস অনলি প্ল্যান

Airtel এর সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যান

এয়ারটেলের সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যানের দাম ৪৬৯ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ৯০০ এসএমএসের সুবিধা পাওয়া যায়। যদিও এখানে আপনি কোনো ডেটা বেনিফিট পাবেন না। এই প্ল্যানের প্রতিদিনের খরচ ৫.৫৮ টাকা।

WhatsApp Community Join Now

Jio এর সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যান

৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা জিও-র সবচেয়ে কম দামী প্ল্যানের দাম ৪৪৮ টাকা। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ১০০০ এসএমএস পাওয়া যাবে। এটি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সহ নির্বাচিত জিও পরিষেবাগুলির সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানের খরচ প্রতিদিন ৫ টাকা।

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের সস্তা প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৪৭০ টাকার প্ল্যানটি সংস্থার সবচেয়ে সস্তা 84 দিনের প্রিপেড রিচার্জ প্যাক। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর পাশাপাশি, এই প্ল্যানে ৮৪ দিনের জন্য ৯০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের দৈনিক খরচ ৫.৫ টাকা।

জিও, এয়ারটেল, ভিআই এর ৮৪ দিনের ভ্যালিডিটির প্ল্যানের মধ্যে কোনটি সেরা?

জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার নতুন ৮৪ দিনের প্ল্যানে শুধুমাত্র কলিং এবং এসএমএস সুবিধা পাওয়া যায়। এর মধ্যে জিও-র ৮৪ দিনের প্ল্যান সবচেয়ে সস্তা। এয়ারটেলের থেকে ২১ টাকা কম দামে ৮৪ দিনের ভ্যালিডিটি অফার করছে জিও। আর ভিআই এবং এয়ারটেলের ভয়েস অনলি প্ল্যান সম্পর্কে বললে, ভোডাফোন আইডিয়ার প্ল্যান এয়ারটেলের থেকে ২ টাকা ব্যয়বহুল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন