মুখ্য সংবাদ

দেশের সেরা ৫ মোবাইল ব্র্যান্ডের তালিকায় Apple, বাজার দখল বাড়ল এক লাফে

Published on:

Apple first time becomes top 5 smartphone brand in india

ভারতে অনেক বছর হল আইফোন বিক্রি করছে Apple। অবশেষে শীর্ষ পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিল এই মার্কিন টেক সংস্থা। ভারতের মতো মূল্য সচেতন বাজারে এটি একটি বিশেষ সাফল্য হিসাবে দেখছে অ্যাপল। গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে সংস্থার মার্কেট শেয়ার। বিক্রি বাড়ার সাথে, দেশে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে এই সংস্থা।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের সেপ্টেম্বর-ডিসেম্বরের গউৎসবের মরশুমে, অ্যাপল ৯-১০% বাজার অংশীদারিত্ব অর্জন করেছে, যা ভারতে সংস্থার ইতিহাসে সর্বোচ্চ। এই সাফল্যের পিছনে অ্যাপলের ক্রমবর্ধমান স্থানীয়করণ প্রচেষ্টার অবদান রয়েছে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Community Join Now

বর্তমানে, ফক্সকন এবং পেগাট্রনের মাধ্যমে ভারতে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স তৈরি করছে অ্যাপল। পাশাপাশি, পুনেতে AirPods এর কম্পোনেন্ট উৎপাদন সম্প্রসারণ করছে সংস্থা এবং ২০২৫ সালের মধ্যে তেলেঙ্গানাতে সম্পূর্ণ AirPods উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে তারা।

অ্যাপলের ভারতে তৈরি পণ্যের পরিসর বাড়াতে চাইছে। যার মধ্যে ইতিমধ্যেই iPads এবং MacBook অন্তর্ভুক্ত হয়েছে। এই মুহূর্তে কিছু iPad উৎপাদন ভিয়েতনামে স্থানান্তরিত হলেও, ভারত সরকার স্থানীয়ভাবে iPad অ্যাসেম্বলিতে আরও উৎসাহ দিচ্ছে।

প্রসঙ্গত পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরে, নিট মুনাফা ২৩% বেড়ে ২,৭৪৫.৭ কোটি টাকা হয়েছে। রাজস্ব ৩৬% বেড়ে হয়েছে ৬৭,১২১.৬ কোটি টাকা, যার পিছনে অবদান শক্তিশালী আইফোন বিক্রি। বিশ্লেষকরা চলতি অর্থবছরে বিক্রি এবং মুনাফা উভয় ক্ষেত্রেই বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।

আইডিসির প্রাথমিক তথ্য এবং কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, ২০২৪ সালে, অ্যাপল ভারতে ১ কোটি ২০ লক্ষেরও বেশি আইফোন বিক্রি করেছে, যা ২০২৩ সালের ৯০ লক্ষ ইউনিটের তুলনায় ৩৪-৩৫% বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন