গত বছর ইন্টারনেট ফাইবার টিভি (IFTV) পরিষেবা চালু করে BSNL। এদিন, সেই সুবিধা রাজস্থানে শুরু করল টেলিকম কোম্পানি। প্রাথমিকভাবে, পাইলট প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে IFTV চালু করা হয়েছিল। যেখানে কোম্পানি দাবি করেছে, বিনামূল্যে ৫০০টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। আগামীদিনে আরও একাধিক রাজ্যে তা শুরু করা হবে এমনটা আশ্বাস দিয়েছে বিএসএনএল।
দেশজুড়ে IFTV পরিষেবা চালু করার পরিকল্পনা
এটি দেশের প্রথম ফাইবার ভিত্তিক ইন্টারনেট টিভি পরিষেবা। পাইলট প্রকল্পের অধীনে, এটি মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে শুরু হয়েছিল। তারপরে পাঞ্জাব, চণ্ডীগড় এবং গুজরাতে চালু করা হয়। এদিন রাজস্থানেও পৌঁছে গেল পরিষেবাটি।
গ্রাহকরা IFTV পরিলকী কী সুবিধা পাবেন?
ইন্টারনেট ফাইবার টিভি নিয়ে একাধিক দাবি করেছে বিএসএনএল। কোম্পানির প্রথম দাবি, ৫০০টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। তাও HD কোয়ালিটিতে।
দ্বিতীয় দাবি, কোনো সেট টপ বক্সের দরকার পড়বে না। গ্রাহকরা সেট-টপ বক্স ছাড়াই IFTV অ্যাক্সেস করতে পারবেন। ফায়ার স্টিক সাপোর্ট পুরোনো LCD বা LED টিভির সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করবে।
তৃতীয় দাবি, বাফারিং ছাড়াই স্ট্রিমিং করা যাবে। অর্থাৎ টিভি দেখার মাঝে কোনো যান্ত্রিক গোলযোগ হবে না।
এই সুবিধা পাওয়ার জন্য শুধু প্রয়োজন একটি বিএসএনএল সিম কার্ড এবং ইন্টারনেট কানেকশন। বর্তমানে, দেশজুড়ে এই পরিষেবা চালু করার পরিকল্পনা খতিয়ে দেখছে বিএসএনএল।