আগামী মাসেই ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন। এর নাম রাখা হবে Realme P3 Pro এবং ডিভাইসটি রিয়েলমি পি২ প্রো ৫জি এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হবে। রিয়েলমির নতুন ফোনটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। আর এটি ফেব্রুয়ারিতে বাজারে পা রাখতে পারে। আসুন Realme P3 Pro এর সম্ভাব্য লঞ্চের তারিখ, দাম এবং ফিচার দেখে নেওয়া যাক।
Realme P3 Pro এর প্রত্যাশিত লঞ্চের তারিখ
91Mobiles-এর রিপোর্ট থেকে জানা গেছে যে রিয়েলমি পি৩ প্রো এর মডেল নম্বর হবে RMX5032। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এটি ভারতে লঞ্চ হবে বলে রিপোর্টে জানানো হয়েছে। যদি এই দাবি সত্য হয়, তবে আমরা আশা করতে পারি যে হ্যান্ডসেটটি 17 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে বাজারে আসবে।
Realme P3 Pro ফিচার এবং স্পেসিফিকেশন (ফাঁস)
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি পি৩ প্রো ভারতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। ফোনটি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) থেকে ছাড়পত্র পেয়েছে, ফলে ডিভাইসটি শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে।
এর আগে জানা গিয়েছিল, RMX5030 মডেল নম্বরের রিয়েলমি পি৩ আল্ট্রা নামের একটি স্মার্টফোন জানুয়ারির শেষের দিকে ভারতে লঞ্চ হবে। এতেও ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। সেক্ষেত্রে আগে আল্ট্রা নাকি প্রো মডেল বাজারে আসবে যা নিয়ে জল্পনার অবসান এখনও ঘটেনি। কারণ রিয়েলমি এখনও এদের টিজার প্রকাশ করেনি।
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি পি৩ প্রো ৫জি ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চি ওএলইডি স্ক্রিন থাকবে। এতে দুটি রিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স 4K ভিডিও রেকর্ড করতে পারবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।